সহকারী প্রধান শিক্ষকের বাণী:

সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেন্দুয়া উপজেলায় একমাত্র এমপিওভূক্ত স্কুল এন্ড কলেজ। ১৯১২ সালে স্কুল প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে ১৯৯৫ সালে কলেজ পর্যায়ে উন্নীত করা হয় এবং এমপিও ভূক্ত হয়। এটি আমাদের কেন্দুয়া উপজেলায় শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক, প্রভাষক সহ অনেক অভিজ্ঞ শিক্ষক এখানে কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে আমার পিতা-মাতাসম, অভিভাবকতুল্য, আমার শিক্ষকসম। এই বিষয়টি আমার কাছে অনেক আনন্দের ও গর্বের, সবার কাছে আমি শিখছি ও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি।

একটি শতবর্ষী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আমি কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত। যাঁরা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সকল ভালকাজ অব্যাহত রাখা ও নতুন কারিকুলাম বাস্তবায়ন তথা তার আলোকে পাঠদানের যাথাযথ ব্যবস্থা করা ও সকল সহকর্মীকে সহযোগীতা করা আমার অঙ্গীকার। শিক্ষক-কমিটি সবাই পাশে থাকলে সকল উদ্দ্যোগ সফল হবে বলে আমি বিশ্বাস করি।

সকল ভালকাজে সবার সহযোগিতা চাই এবং সবসময় চাইবো।

মোঃ আনোয়ার উদ্দীন(হিরন)

সহকারী প্রধান শিক্ষক
সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়